রাজধানীর চকবাজার থানার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. মাহাবুব আলম (৪০)।
বুধবার (১৭ মে) এই তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি জানান, বুধবার র্যাব-১০ এর একটি দল রাজধানীর চকবাজার থানার ঢাকেশ্বরী মন্দির এলাকায় অভিযান চালায়। এসময় দীর্ঘদিনের পলাতক মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মাহাবুব আলমকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাহাবুব পলাতক থাকার বিষয় স্বীকার করেছেন। আইনের হাত থেকে বাঁচতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানান।
গ্রেফতার মাহাবুব আলমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বিক্রমপুরে বলে জানা গেছে।
Leave a Reply