বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের সমর্থকদের উপর হামলার অভিযোগে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ ১০জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনাকে সাবেক ছাত্রলীগের সাজানো নাটক বলছেন মান্নার পরিবার। মান্নার দাবি করেছেন তিনি পাঁচদিন ধরে সিসি ক্যামেরার আওতায়।
রবিবার রাত ৯টার দিকে মহানগরীর বাশেরহাট খোলা এলাকা থেকে রিক্সায় করে নৌকাপ্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে যাওয়ার পথে মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না ও তার অনুসারিরা পথরোধ করে মারধর ও এক পর্যায়ে কুপিয়ে আহত করে তাদের। বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন হালিম, মনা ও জাহিদুল এমন অভিযোগ করেন।
এ ঘটনার পরপরই গভীর রাতে মান্নাসহ ১০জনকে আটক করে পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিকে মান্নাকে আটক করার খবর ছড়িয়ে পরার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পরে। মান্নার পরিবারের দাবি, চা খাওয়া নিয়ে দোকানদার ও ক্রেতার মারামারির ঘটনাকে ভিন্নখাতে নিয়ে মান্নাকে ফাঁসানোর চেষ্টা করছে সাবেক ছাত্রলীগের নেতারা।
ঘটনার পর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন বিএম কলেজের ভিপি মঈন তুষারসহ সাবেক ছাত্রলীগের নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মান্নাকে উদ্দেশ্য করে।
এ ঘটনায় আটক হওয়ার পূর্বে মান্না সাক্ষাৎকারে জানান তিনি সিসি ক্যামেরার আওতায় ছিলেন। বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর বাসার সিসি টিভি ফুটেজ যাচাই বাছাই ও তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবী মান্নার পরিবারের।
Leave a Reply