1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দু-একদিন সময় লাগবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩

গ্যাসের প্রবাহ স্বাভাবিক হতে দু-একদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসময় ঘূর্ণিঝড়পরবর্তী গ্যাস পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ওই রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটা ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে। আরেকটি রয়ে গেছে। যেটা রয়ে গেছে, সেটি দিয়ে আমরা দু-তিনদিনের মধ্যে গ্যাস চালু করতে পারবো। যেটা খুলে গেছে, সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশি ডুবুরি আসবে, তারা গিয়ে কাজ করবেন। তবে আমরা মনে করি যে, আল্লাহর অশেষ রহমতে আমরা ওই রকম ক্ষতিগ্রস্ত হইনি। শিগগির আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো। আরও এক-দুদিন সময় লাগতে পারে।

এফএসআরইউ সরে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, একটি এফএসআরইউ হয়তো আমরা ঠিক করতে পারবো না, ৪০০ ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে। আমি মনে করি, এখনকার পরিস্থিতি থাকবে না, উন্নতি ঘটবে। তবে কিছু কিছু জায়গায় প্রভাব থাকবে। সেটা খুব বেশি না। গতকাল রাত থেকে কিছু সমস্যা দেখা দিয়েছিল, এটা কাভার করে আগামী দুদিনের মধ্যে ভালো অবস্থানে যেতে পারবো।

দুটি এফএসআরইউ পুরোদমে চালু হতে কতদিন লাগবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দুটি চালু হতে সময় লাগবে। একটা চালু হয়ে যাবে। আগামী দুদিনের মধ্যে জাহাজ চলে আসবে, গ্যাস আমরা দিতে পারবো। আরেকটি চালু হতে ১২-১৫ দিন সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD