সরকারি – বেসরকারি প্রনোদনা অত্যাবশকীয়
জয়পুরহাটে দিন দিন বেড়েই চলছে স্ট্রবেরি চাষ।লাভ বেশি হওয়ায় জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলায় স্ট্রবেরি চাষে ঝুঁকেছেন বেকার যুবক ও চাষীরা।
ফলন ভালো হওয়ায় এলাকার প্রান্তিক কৃষকদের মুখে হাসি এবং আশার প্রদীপ দেখা দিলেও তাদের অভিযোগ থাকছে স্ট্রবেরি চাষে নেই কোন সরকারি-বেসরকারি প্রণোদনা ও সুযোগ সুবিধা।এখানকার স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।
মৌসুমের শুরুতে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়। জামালগঞ্জ এর স্ট্রবেরি চাষী রেজা ইসলাম বলেন,আমি প্রাথমিক ভাবে ৬ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করি সেখান থেকে বীজ তৈরি করে এলাকায় বিক্রি করেছি।এখন স্ট্রবেরি চাষ বিস্তার লাভ করে প্রায় ১২০ বিঘা জমি ছাড়িয়েছে।এক বিঘা জমিতে স্ট্রবেরি চাষে খরচ ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা।আবহাওয়া অনুকূল আর দাম ভালো থাকলে ৩ থেকে ৪ লাখ টাকা বিক্রি হবে!
জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসার কায়ছার ইকবাল বলেন,সদর উপজেলায় প্রায় ১২ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। সরকারি কোন প্রণোদনা না থাকলেও আমরা কৃষি থেকে প্রতিনিয়ত মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি।
সরকারি -বেসরকারি যে কোন কোন সহায়তা পেলে স্ট্রবেরি চাষে হতে পারে অনেক বেকার যুবকদের নতুন কর্মসংস্থান এর জায়গা বলেই ধারণা করছেন স্থানীয় স্ট্রবেরি চাষীরা।স্থানীয় অনেকেই ধারণা করছেন উপযুক্ত সহায়তা পেলে স্ট্রবেরি চাষের মাধ্যমে সহজেই কৃষিতে বৈপ্লবিক কিছু ঘটানো অসম্ভব কিছু নয়!
এই সংবাদ প্রকাশের মাধ্যমে সারা দেশব্যাপী এই স্ট্রবেরি চাষের জন্য নতুনদের আগ্রহ সৃষ্টি সহ সরকারি-বেসরকারি প্রনোদনা প্রাপ্তির লক্ষ্যে স্থানীয় ও সচেতন মহল সহ সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
Leave a Reply