ইজিবাইক চুরির অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব।
গ্রেফতার হওয়া ওই দুই জনের মধ্যে একজনের নাম অনিক হোসেন, তার বয়স ৩০। আরেকজনের নাম আরমান এবং তার বয়স ৩৫।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানিয়েছেন, রাজধানীর কামরাঙ্গীরচর থানাসংলগ্ন লালগুদাম তারা মসজিদ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোর চক্রের ২ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ইজিবাইকটিও।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য তারা। বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ইজিবাইক সংগ্রহ করে কামরাঙ্গীরচরে বিক্রি করে আসছিল তারা।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply