নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হারুনকে (৫২) গ্রেফতার করেছে র্যাব। ঢাকার দক্ষিণ কেরনীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. হারুনকে (৫২) শনিবার বিকেলে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। ১৯৯৯ সালে ভোলা জেলার চরফ্যাশন থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
রোববার (৯ এপ্রিল) দুপুরে এই তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
Leave a Reply