1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর স্মৃতিধন্য নোয়াখালীর বেগমগঞ্জে অবহেলীত ঐতিহাসিক হেলীপোর্ট ময়দানের সংস্কার ও উন্নয়ন চাই

ফজলে এলাহী সোহাগ
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবর রহমানের আগমন গমনের স্মৃতিধন্য নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহাসিক পুরাতন হেলীপোর্ট ময়দান যাহা বর্তমানে অবহেলীত ও পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। যাহা ছিল পরাধীন আমলে দেশের রাজধানী ঢাকার সাথে বৃহত্তর নোয়াখালীর আকাশ পথে অন্যতম যোগাযোগ মাধ্যম।

যেস্থানে ১৯৬৬ সালের ২৭ ফেব্রুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবর রহমান তৎকালীন জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিশাল জনসমাবেশে তাঁর ভাসনে বাঙ্গালীর মুক্তিসনদ ৬দফা দাবী পূণঃব্যক্ত করেন। বর্তমান নোয়াখালীর বেগমগঞ্জের এই পুরাতন ঐতিহাসিক স্থানটি স্বাধীন দেশের সুবর্ণ জয়ন্তিতে আজও রয়েছে অবহেলীত। এই ঐতিহাসিক হেলীপোর্ট ময়দানটি সংস্কার উন্নয়নের মাধ্যমে পূণরায় চালু করা হলে ঢাকা সহ দেশবিদেশের সাথে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থার দ্রুতায়ন ঘটবে বলে মনে করেন স্থানীয় রাজনীতিক, সামাজিক -সাংস্কৃতিক,সাংবাদিক বুদ্ধিজীবী চিন্তাশীল মহল। এবিষয়ে আমরা মুখোমুখি হই প্রথমে একজন রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা গোলাম মাস্তফা ভূঁইয়ার সাথে। তিনি বলেন, আমি তখন বেগমগঞ্জ হাইস্কুলের ছাত্র এবং ছাত্রলীগ বেগমগঞ্জ হাইস্কুল শাখার সাধারণ সম্পাদক।

১৯৬৬ সালের ২৭ ফেব্রুয়ারী বেগমগঞ্জ দীঘির পাড় বর্তমান বেগমগঞ্জ হেলীপোর্ট ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান আওয়ামীলীগের সেদিনের বিশাল জনসভার ভাসনে তিনি বাঙালীর মুক্তিসনদ ৬ দফার ব্যাখ্যা বিশ্লেষণ সহ পূণঃ উল্লেখ করেন। সে সভায় আরো বক্তব্য রাখেন তৎকালীন কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী।

উল্লেখিত সাল ও তারিখে ফেনী লক্ষ্মীপুর বর্তমান নোয়াখালী নিয়ে তৎকালীন বৃহত্তর নোয়াখালী জেলা আওয়ামীলীগের যৌথভাবে সেই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।যেসভায় সভাপতিত্ব করেন তৎকালীন জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেক উকিল(পরবর্তীতে এম,পি),সভা সঞ্চালন করেন তৎকালীন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (৭৩ সালে নোয়াখালীর গভর্ণর) নূরুকহক মিঞা (পরবর্তীতেএম পি এ) সভায় তৎকালীন বৃহত্তর নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা খাজা আহম্মদ (পরবর্তীতেএমপি ও ১৯৭৩ সালে ফেনীর গভর্ণর), লক্ষ্মীপুরের প্রবীণ আওয়ামীলীগ নেতা মুহম্মদ আবদুর রশিদ- (এমএনএ ও ৭৩ সালে লক্ষ্মীপুরের গভর্ণর), ছাত্রলীগের তৎালীন কেন্দ্রীয় নেতা ও ৬৯ এ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী- (পরবর্তীতেএমপি), মাহমুদুর রহমান বেলায়েত-তৎকালীন বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি( পরবর্তীতে এমপি), শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিঞা,(পরবর্তীতে মাইজদী পৌরসভার চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা ), অধ্যাপক মুহম্মদ হানীফ- জেলা আওয়ামীলীগ নেতা (,পরবর্তীতে এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি), গাজী আমিন উল্যাহ আওয়ামীলীগ নেতা, মোস্তাফিজুর রহমান (পরবর্তীতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক এমপি),অ্যড,মোমিন উল্যাহ- (পরবর্তীতে জেলা ছাত্রলীগ ও জেলা আওয়ামীলীগ নেতা) , সহ জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ শ্রমিকলীগ এবং কৃষকলীগ এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবিন্দ সভায় উপস্থিত ছিলেন। ইতিহাসের জীবন্ত স্বাক্ষী গোলাম মোস্তফা ভূঁইয়া বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেগমগঞ্জ হেলীপোর্ট ময়দানের দ্রুত উন্নয়ন ও আধুনিকায়নের মধ্যদিয়ে আকাশ পথে দেশবিদেশের সাথে নোয়াখালীর দ্রুত যোগাযোগ স্থাপনের জোর দাবী জানান।

এবিষয়ে আরো কথা হয় সেসময়ের একজন প্রত্যক্ষদর্শী তখনকার তরুণ কিশোর বালক আজকের বয়োবৃদ্ধ স্থানীয় নাজিরপুর ১নং ওয়ার্ডের মোহাম্মদ আবুতাহের এর সাথে। এবিষয়ে আবুতাহের জানান, তিনি তখন ছোট হলেও তাঁর মনে পড়ে সেদিন বঙ্গবন্ধুর ভাসনের কথা।হেলীপোর্ট ময়দানের দক্ষিণ পূর্ব পাড়ে ষ্টেইজ থেকে বঙ্গবন্ধু উপস্থিত হাজার হাজার জনতার উদ্দেশ্যে ভাসন দেন।তিনি সেদিন বঙ্গবন্ধুর ভাসন শুনেন এবং সেই সভায় স্থানীয় মীরওয়ারীশপুরের কবি ও গায়ক ছায়েদুলহকের কন্ঠে গাওয়া জয়বাংলার গানশুনেন। তিনি অবহেলীত হোলিপোর্ট ময়দানটির দ্রুত উন্নয়ন দাবী করেন।

ঘটনার সত্যতা অবগত যাঁরা তাদের মধ্যে এবিষয়ে আরো কথা হয় বর্তমান তরুণ প্রজন্মের নেতা জাতীয়পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলে এলাহী সোহাগ মিঞার সাথে। একজন সমাজ হিতৈষী জনবন্ধু সোহাগ মিঞা বেগমগঞ্জ হেলীপোর্ট ময়দানের গৌরব উজ্জল অতীত ইতিহাস জেনে গর্ববোধ করেন। এবিষয়ে ফজলে এলাহী সোহাগ মিঞা বলেন,বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই হেলীপোর্ট ময়দানটির বর্তমান অবহেলীত অবস্থা আমাদের জন্য বেদনাদায়ক ও কষ্টের। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখহাসিনা সরকারের উন্নয়ন বান্ধব নীতিমালায় নিয়ে দ্রুত বেগমগঞ্জ হেলিপোর্ট ময়দানটির সংস্কার উন্নয়ন সাধন করা হলে আমাদের নোয়াখালীর সাথে দেশবিদেশের দ্রুত যোগাযোগ বেড়ে উঠবে তাতে দলমতের উর্ধ্বে উপকৃত হবে বেগমগঞ্জ তথা নোয়াখালীর সকল জনগন।
সব দিক বিবেচনায় বলাযায় বেগমগঞ্জে অবহেলীত এই হেলীপোর্ট ময়দানের সংস্কার ও উন্নয়ন এবং আধুনিকায়ন করে নোয়াখালীর সাথে দেশ বিদেশের আকাশ পথে যোগাযোগের দ্রুতায়ন আজ অতীব জরুরী এবং সময়ের দাবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD