সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় সমিতির দুটি হলরুমে ইফতার মাহফিলের জন্য নির্ধারিত স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির (এডহক কমিটি) সদস্যরা ২নং হল রুমে প্রবেশ করে ব্যানার টানাতে গেলে আওয়ামীপন্থি আইনজীবীরা তা কেড়ে নেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একই সময় বিএনপিপন্থি আইনজীবীরা কালোপতাকা মিছিল নিয়ে হল রুমে প্রবেশ করেন। এ সময় তারা চেয়ার টেবিল ফেলে দেন। এরপর দুই পক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জগলুল কবির বলেন, বিএনপির সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই ভাঙচুর করেছে। ইফতার মাহফিলের মতো পবিত্র একটি অনুষ্ঠানে বর্বরভাবে হামলা করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। তিনি বলেন, ভাঙচুরের সঙ্গে আমাদের কেউ জড়িত না। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।
Leave a Reply