সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই সৈয়দ গোলাম সারোয়ার রাত ০১:৪৫ ঘটিকায় মধ্যনগর থানাধীন রাঙ্গামাটি গ্রামের পাকা রাস্তায় পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পায়ে ০২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কুখ্যাত মাদক ব্যবসায়ী গোপাল চন্দ্র তালুকদার, পিতা-মৃত গোপেশ চন্দ্র তালুকদার, সাং-রাঙ্গামাটি, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামীর দেহ তল্লাশী করে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী এবং পলাতক আসামী নুর আলী, পিতা-কাছল মিয়া, সাং-মির্জাপুর, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জদ্বয় পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে বলে জানা যায়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামীর বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী গোপাল চন্দ্র তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
ধৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে
বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ০৫-০৪-২৩ খ্রি. রাত ১১:২০ ঘটিকায় বিশ্বম্ভরপুর শক্তিয়ারখলা সাকনিস্থ মিজুল হক এর মুদি দোকানে অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় আসামী ১। রুয়েল মিয়া, পিতা-মৃত আব্দুল আজিজ, ২। আল্লাদ মিয়া, পিতা-আব্দুর রহিম, ৩। মুর্শিফুল ইসলাম, পিতা-কিতাব আলী,
৪। কবির আহম্মদ, পিতা-কিতাব আলী, ৫। আমির উদ্দিন, পিতা-মৃত ওয়াজিদ মিয়া, ৬। নুরু আলম, পিতা-আক্কাছ মিয়া, ৭। সিজুল, পিতা-নজরুল ইসলাম, ৮। হেলাল, পিতা-মৃত আব্দুল ওয়াহিদ, ৯। ফরিদ মিয়া, পিতা-ইলিয়াস মিয়া, ১০। রোকন উদ্দিন, পিতা-রজব আলী, সর্বসাং-শক্তিয়ারখলা, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জদের গ্রেফতার করেন।
এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি (ক) ০৭ (সাত) প্যাকটে তাস, (খ) নগদ ২,১৭০- টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় প্রকাশ্য জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এস বি /মুহিবুর রেজা টুনু
Leave a Reply