1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন

বঙ্গবাজারে আগুন উদ্দেশ্যেপ্রণোদিত নাশকতা কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে: সাঈদ খোকন

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারের আগুন উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের লোক যখন আগুন নেভাতে যাচ্ছে, পুলিশ যখন মানুষকে সাহায্য করতে যাচ্ছে, তখন তাদের ওপর হামলা করা হয়েছে। এটা খুব আনইউজাল (অস্বাভাবিক) একটি বিষয়। বিষয়টি তদন্ত করা হবে, খতিয়ে দেখা হবে। এখানে নাশকতার কোনো উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে যা যা প্রয়োজন, তার ব্যবস্থা গ্রহণ করা দরকার।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বঙ্গবাজার মার্কেট পরিদর্শনে যান সাঈদ খোকন। এ সময় তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, এটা স্বাভাবিক কোনো বিষয় না। আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তখন ফায়ার সার্ভিসকে সবাই সহযোগিতা করেছে। কিন্তু এবার সহযোগিতার বদলে বাধা দেওয়া হয়েছে। এটা আমি প্রথম দেখলাম। কেন এ আক্রমণ করা হলো, তারা তো আগুন নেভাতেই এসেছেন। কোনো ভিন্ন উদ্দেশ্য আছে কি না, কোনো মহল এটিতে জড়িত কি না। সরকারকে বলবো, যেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গনভবন থেকে বঙ্গবাজারের আগুনের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করেছেন। ব্যবসায়ীদের সার্বিক পুনবার্সনের জন্য যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী তা করবেন।

মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ততক্ষণে বঙ্গবাজারসহ পার্শ্ববর্তী কয়েকটি মার্কেটের চার হাজারের বেশি ব্যবসায়ীর মালামাল পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD