রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে লাগা আগুনে এখনো জ্বলছে মহানগর শপিং কমপ্লেক্স। এর আগে মহানগর শপিং কমপ্লেক্সের পাশের এনেক্সকো টাওয়ারে আগুন ধরে যায়। একপর্যায়ে তা সকালেই তা নিয়ন্ত্রণেও আসে। কিন্তু নতুন করে এনেক্সকো টাওয়ারের ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়েছে।
হাসান মাহমুদ নামে এক ব্যবসায়ী জানান, এনেক্সকো টাওয়ারের ষষ্ঠ ও সপ্তম তলায় গোডাউন। বিভিন্ন দোকানের মালামাল রাখা হয় সেখানে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানালার কাচ ভেঙে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছেন।
অন্যদিকে , বেলা ১০টার দিকেও মহানগর শপিং কমপ্লেক্সের আগুন জ্বলছে। মার্কেটের প্রায় শতভাগ দোকান পুড়ে গেছে। পানি স্বল্পতায় পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।
Leave a Reply