1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
রবিবার, ০৪ জুন ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন

জগন্নাথপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়ারী গ্রেফতার

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জন জুয়ারী কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই জিন্নাতুল ইসলাম, এসআই জিয়া উদ্দিন, এসআই ওবায়দুল্লাহ, এ এস আই সোহেল ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মনজু দাসের বসত ঘরে অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় অর্জুন দাস, পিতা-মৃত অদৈত্য দাস, সাং- খাশিলা, শফিকুল ইসলাম, পিতা-মিছকন্দর আলী, সাং-কবিরপুর, আবুল হোসেন, পিতা-মৃত আঃ মনাফ, শিপন মিয়া, পিতা-মৃত তৈমুজ আলী, উভয় সাং-হবিবপুর, তকবুর মিয়া, পিতা-মৃত আজিজুর রহমান,
আবুল মিয়া, পিতা-মৃত রহমত উল্লাহ, উভয় সাং- জগন্নাথপুর, সন্টু দাস, পিতা-মৃত মনোরঞ্জন দাস, সাং- খাশিলা, মোঃ রুপা মিয়া, পিতা-গেদা মিয়া, সাং-আসামপুর, রোজন মিয়া, পিতা-আঃ রাজ্জাক, সাং-বড়দিঘির পাড়, শাফিজ মিয়া, পিতা-মৃত রুপফর আলী, সাং-ইকড়ছই, সর্বথানা-জগন্নাথপুর, আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি বিভিন্ন রংয়ের তাস ১৫৬টি, নগদ ১,৪৫,৮৯০/- টাকা, ১টি প্রিন্টের চাদর সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় প্রকাশ্য জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের যাথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এস,বি/ মুহিবুর রেজা টুনু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD