সিরাজগঞ্জে অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন ফি বাকি না দেওয়ায় সবুজ সেখ (২৬) নামে এক দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গেটের সামনে অবস্থিত স্মার্ট কম্পিউটারের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানি সবুজ সেখের দোকানে অনলাইনে মিটারের আবেদন করতে যান শিয়ালকোল গ্রামের মৃত ফরহাদ হোসেন ফনির ছেলে জাহাঙ্গীর হোসেন। এ সময় আবেদন ফি বাকি না দেওয়ায় জাহাঙ্গীর দোকানের কম্পিউটার ভাঙচুর করেন। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দোকানি সবুজ সেখের হাতে কুপিয়ে রক্তাক্ত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দোকানি সবুজ অভিযোগ করে বলেন, ‘উনি মাঝে মধ্যেই কাজ করিয়ে টাকা পরে দেবেন জানান। কিন্তু টাকা দিতেন না। আজ মিটারের আবেদন করতে এসে টাকা পরে দেবেন জানান। আমি না করাতে তিনি এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছেন। আমার দোকানের প্রায় লাখ টাকা ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনের মোবাইলে কল দিলেও বন্ধ পাওয়া যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ৃজন বাংলা ৫২ টিভি কে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply