রাজধানীর ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় স্বামীর ওপর অভিমানে ঝুমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়েছেন। সোমবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর স্বামী শাকিল মোল্লা বলেন, পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘুমের ওষুধ সেবন করে আমার স্ত্রী। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বিয়ে হয়েছে সাত বছর। আমি পেশায় একজন গাড়িচালক। আমাদের নিজ বাসা ডেমরার পূর্ব বক্সনগর এলাকায়। আমাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Leave a Reply