নোয়াখালীতে ঈদ সামনে রেখে পোশাক ও কসমেটিকের অতিরিক্ত মূল্য নেওয়ায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২ এপ্রিল) দুপুরে মাইজদীর ‘টার্গেট’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের শো-রুমে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।
তিনি সৃজন বাংলা ৫২ টিভি কে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মাইজদীর টার্গেট শো-রুমে অভিযান চালানো হয়। এতে পোশাক ও কসমেটিকের মূল্যবৃদ্ধির প্রমাণ মেলে। পরে তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকারের কর্মকর্তা ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলীসহ সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply