কূটনীতিক ও দেশের বিশিষ্টজনদের সম্মানে দেওয়া ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি এক ভয়াবহ অবস্থা অতিবাহিত করছে। আমরা চাই, এ মাহে রমজানে সবার শুভ বুদ্ধির উদয় হোক।
রোববার (২ এপ্রিল) একটি হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় পার্টি।
এসময় জিএম কাদের বলেন, আমরা যেনো এ পৃথিবীতে শান্তিপূর্ণ সহ অবস্থান করতে পারি। একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের ২২২ বিলিয়ন মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। এছাড়া জ্বালানি সংকটে বিশ্ব হুমকির মুখে পড়বে। আমাদের প্রত্যাশা, মহান আল্লাহ যেন পবিত্র রমজানের পূর্ণ নেয়ামতে বিশ্ব শান্তিময় পরিস্থিতি বজায় রাখেন।
জাপার প্রেস সেক্রেটারি জানান, কূটনৈতিকদের মধ্যে রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন-আমেরিকা, ব্রিটেন, কানাডা, নেপাল, চায়না, ইরান, কসোভো এবং জাতিসংঘ। কূটনৈতিকদের মধ্যে উপ-রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন, ভারত, নেদারল্যান্ড, ইউরোপিয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ডেমক্রেসি ইন্টারন্যাশনাল।
রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, বিএনপি ভাইস চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান-আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, সু-শাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএসএম সোলায়মান চৌধুরীসহ রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা জাতীয় পার্টির চেয়ারম্যানের দেওয়া ইফতার মাহফিলে অংশ নেন।
জিএম কাদের ছাড়াও জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply