জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে কয়েকগুণ। স্বল্পমূল্যে রেশন প্রয়োজন। অবস্থা দেখে মনে হচ্ছে, সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না।
বৃহস্পতিবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
তিনি বলেন, মন্দা, লুটপাট এবং বিদেশে টাকা পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের হাতে টাকা নেই। রমজানের আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজার উত্তপ্ত।
এই সভায় আরও উপস্থিত ছিলেন, জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ প্রমুখ।
Leave a Reply