রাজধানীর এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। এছাড়া ভবনের ৬ জন বাসিন্দাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, রাজধানীর এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, এখন আশঙ্কামুক্ত। এছাড়া ওই ভবনের ছয়জন বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, রাত সাড়ে ৭টায় লাগা আগুন রাত ৯টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
Leave a Reply