রাজধানীর বনানী থানাধীন চেয়ারম্যান বাড়ি এলাকায় হঠাৎ আগুন লেগে একটি চলন্ত অ্যাম্বুলেন্স ভস্মীভূত হয়েছে। তবে আগুন লাগার সময় গাড়িটিতে কোনো রোগী ছিল না।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৩ মিনিটে আগুনের লাগার ঘটনা ঘটেছে বলে সৃজন বাংলা ৫২ টিভি কে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, একটি খালি অ্যাম্বুলেন্স বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকা অতিক্রম করার সময় ইঞ্জিন ওভারহিট হয়ে হঠাৎ আগুন লেগে যায়। এসময় গাড়িটিতে চালক ছাড়া আর কেউ ছিল না। আগুন লাগার পর চালক দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরও বলেন, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply