আসন্ন পবিত্র রমজানে পুলিশকে শতভাগ উজ্জীবিত থেকে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘ফোর্সের মনোবল বৃদ্ধিতে দায়িত্বের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্ব দিতে হবে।’
সোমবার (২০ মার্চ) রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে কল্যাণ ও ফোর্স বিভাগ আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে কর্মরত সব ফোর্স ও অফিসারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির পিওএম-পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার সালমা সৈয়দ পলি, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামসহ ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
ঢাকা মহানগরের প্রতিটি নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির সেসব ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করে কল্যাণ ও ফোর্স বিভাগ।
Leave a Reply