1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন

সাংবাদিকতা ও সমাজ সেবায় অবদান রাখায় পুরস্কার পেলেন আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৭৭ Time View

দীর্ঘদিন ধরে বাংলাদেশের গরীভ অসহায় সাধারণ মানুষ, পরিবেশ ও অবহেলিত জনপদ মাটি ও মানুষ নিয়ে কাজ করায় সমাজ সেবায় পুরস্কার পেয়েছেন আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলন ২০২৩ ইং গুণীজন সংবধর্না ও সম্মাননা অনুষ্ঠানে সমাজ সেবায় পুরস্কার দিয়েছে।
এ বছর তাকে সহ বাংলাদেশর বিভিন্ন জেলা থেকে মোট ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কারে ভূষিত করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন কর্তৃক গুণীজন সংবধর্না ও সম্মাননা অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় তার হাতে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী জনাব ব্যারিস্টার শাহ মোহসীন, ও সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি র প্রতিষ্ঠতা চেয়ারম্যান জনাব আল আমিন সোহাগ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন সংগঠন টি একটি অরাজনৈতিক সাংবাদিক জীবনের নিরাপত্তায় কাজ করে সংগঠন। সাংবাদিকদের ওপর মিথ্যা হামলা মামলার জন্য লড়াই করেন। গণমাধ্যম কাজের পেশাদারিত্ব গড়ে তুলতে সংবাদকর্মীদের
সহয়তা করার জন্য আমি ও আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন সব সময় সোচ্চার থাকে। সময় বিপদে পড়প সাংবাদিকদের সুরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন এর দেশ বিদেশের সকল সদস্যরা পেশাদ্বার গণমাধ্যম কর্মী সব সময় দেশ ওজাতির কল্যাণে কাজ করছে।
সৎ ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে মানুষের সেবা করতে চাই । সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি প্রতি দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD