1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে আলহাজ টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৩ Time View

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে আলহাজ টেক্সটাইল। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার পছন্দের শীর্ষে উঠে আসে। এতে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের লেনদেন শুরু হওয়ার আগে আলহাজ টেক্সটাইলের শেয়ার দাম ছিলো ১৭৩ টাকা ৭০ পয়সা। এরপর দাম বাড়তে বাড়তে সপ্তাহ শেষে ১৯৪ টাকা ৩০ পয়সায় থিতু হয়েছে। অর্থাৎ এক সপ্তাহের শেয়ার দাম বেড়েছে ২০ টাকা ৬০ পয়সা বা ১১ দশমিক ৮৬ শতাংশ।

অবশ্য শুধু গত সপ্তাহে নয়, প্রায় দেড় মাস ধরে কোম্পানিটির শেয়ার দাম বাড়ছে। গত ৯ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দাম ছিলো ১৩২ টাকা ৩০ পয়সা। সেখান থেকেই অনেকটা টানা বেড়ে প্রতিটি শেয়ারের দাম ১৯৪ টাকা ৩০ পয়সা হয়েছে। অর্থাৎ দেড় মাসের কম সময়ের মধ্যে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬২ টাকা।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২১ সালে কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। তার আগে ২০২০ ও ২০১৯ সালে কোনো লভ্যাংশ দেয়নি।

এদিকে চলমান হিসাব বছরের প্রথম ছয় মাসের ব্যবসায় কোম্পানিটি লোকসান করেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ পয়সা।

২২ কোটি ২৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির শেয়ার সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৫৪৯টি। এর মধ্যে ২৫ দশমিক ৬৩ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৫৪ দশমিক ৭৩ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৯ দশমিক ৬৩ শতাংশ।

এদিকে শেয়ারের দাম বড় অঙ্কে বাড়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার মোটা অঙ্কের লেনদেন হয়েছে। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা।

গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ৯ দশমিক ১২ শতাংশ। ৮ দশমিক ৯৩ শতাংশ দাম বাড়ার মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিল।

এছাড়া দাম বাড়ার শীর্ষ দশে স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ৮ শতাংশ, অলেম্পিক ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক শূন্য ৪ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ দশমিক ৬৩ শতাংশ, ইউনিলিভার কনজিউমার কেয়ারের ৪ দশমিক ৮৬ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুডের ৩ দশমিক ৮১ শতাংশ, ন্যাশনাল ফিডের ২ দশমিক ১৭ শতাংশ এবং এআইবিএল মুদারাবা পারপিউচ্যুয়াল বন্ডের ২ দশমিক শূন্য ২ শতাংশ দাম বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD