দীর্ঘদিন ধরে বাংলাদেশের গরীভ অসহায় সাধারণ মানুষ, পরিবেশ ও অবহেলিত মিথ্যা মামলা হামলায় স্বীকার হওয়া সাংবাদিকদের নিয়ে কাজ করায় সমাজ সেবায় পুরস্কার পেয়েছেন আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন এর সাধারণ সাম্পাদক স্যাটেলাইট চ্যানেল এন টিভির সেীদি আরব – আল-যুবায়ের সংবাদদাতা সাংবাদিক মোঃ ফারুক খান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলন ২০২৩ ইং গুণীজন সংবধর্না ও সম্মাননা অনুষ্ঠানে সমাজ সেবায় পুরস্কার দিয়েছে।
এ বছর তাকে সহ বাংলাদেশর বিভিন্ন জেলা থেকে মোট ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কারে ভূষিত করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন কর্তৃক গুণীজন সংবধর্না ও সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়াল সোদী আরব থেকে যুক্ত হন। তার পক্ষে জনাব ইফতেখার আহমেদ এ পুরস্কার গ্রহণ করেন ।
Leave a Reply