1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:১১ অপরাহ্ন

সমাজ সেবায় পুরস্কার পেলেন সাংবাদিক ফারুক খান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৬০ Time View

দীর্ঘদিন ধরে বাংলাদেশের গরীভ অসহায় সাধারণ মানুষ, পরিবেশ ও অবহেলিত মিথ্যা মামলা হামলায় স্বীকার হওয়া সাংবাদিকদের নিয়ে কাজ করায় সমাজ সেবায় পুরস্কার পেয়েছেন আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন এর সাধারণ সাম্পাদক স্যাটেলাইট চ্যানেল এন টিভির সেীদি আরব – আল-যুবায়ের সংবাদদাতা সাংবাদিক মোঃ ফারুক খান।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলন ২০২৩ ইং গুণীজন সংবধর্না ও সম্মাননা অনুষ্ঠানে সমাজ সেবায় পুরস্কার দিয়েছে।
এ বছর তাকে সহ বাংলাদেশর বিভিন্ন জেলা থেকে মোট ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কারে ভূষিত করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন কর্তৃক গুণীজন সংবধর্না ও সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়াল সোদী আরব থেকে যুক্ত হন। তার পক্ষে জনাব ইফতেখার আহমেদ এ পুরস্কার গ্রহণ করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD