দীর্ঘদিন ধরে বাংলাদেশের গরীভ অসহায় সাধারণ মানুষ, পরিবেশ ও অবহেলিত জনপদ মাটি ও মানুষ নিয়ে কাজ করায় সমাজ সেবায় পুরস্কার পেয়েছেন জনাবা শিরিন সুলতানা শান্তা
সমাজসেবীকা, আহবায়ক- ভাটারা থানা যুব মহিলা লীগ, ঢাকা মহানগর উত্তর।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলন ২০২৩ ইং গুণীজন সংবধর্না ও সম্মাননা অনুষ্ঠানে সমাজ সেবায় পুরস্কার দিয়েছে।
এ বছর তাকে সহ বাংলাদেশর বিভিন্ন জেলা থেকে মোট ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কারে ভূষিত করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন কর্তৃক গুণীজন সংবধর্না ও সম্মাননা অনুষ্ঠানে যোগদান করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করার জন্য সব সময় তৃণমূলের রাজনীতি করে যাচ্ছি । সততার রাজনীতি করে মানুষ সেবা করতে চাই । সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম- লন্ডন সংগঠনের প্রতি দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে ।
Leave a Reply