1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:২২ অপরাহ্ন

শিল্প মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮ Time View

শিল্প মন্ত্রণালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) শিল্প মন্ত্রণালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া কেক কাটা, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। মধ্যম আয়ের এ বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছাতে হলে চতুর্থ শিল্পবিপ্লবকে কাজে লাগাতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাই নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার থাকবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলবো।

আলোচনা সভায় বঙ্গবন্ধু সম্পর্কে মূলপ্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু। এছাড়া আলোচনা অংশ নেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্মসচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী সচিব এমএম সামিরুল ইসলাম, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিইসইসি) চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD