মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি এবং আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম – লন্ডন কর্তৃক আ বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার ১ আসন ১৫৭ (কলমাকান্দা ও দূর্গাপুর) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব ব্যারিস্টার শাহ্ মোহসীন্ বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন সাবেক – সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর জনাব জুলহাস মন্ডল সাকী. সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটার থানা যুব মহিলা লীগ এর আহ্ববায়ক জনাবা শিরিন সুলতানা শান্তা, মাদারীপুর জেলা কে. আই হাসপাতাল এর চেয়ারম্যান জনাব কবির হোসেন হাওলাদার ,
সভায় পরিচালক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভির প্রকাশক ও সম্পাদক জনাব আল আমিন সোহাগ । আলোচনা সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম – লন্ডন প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জনাব আনোয়ার হোসেন ।
এছাড়া আরও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দক্ষিন কোরিয়া প্রবাসী, সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি পৃষ্ঠ-পোষক সদস্য জনাব আনিস ভূঁইয়া, সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি নিয়মিত কবি ও লেখক জনাব গারীসুল ইসলাম মাস্টার , সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি পৃষ্ঠ-পোষক সদস্য জনাব ইফতেখার সহ আরো অনেক ।
Leave a Reply