দেশের জন্য জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো সহ নানা আয়োজনে ৫২ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভি আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষেময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভির বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
আর্ন্তজাতিক সাংবাদিক ঐক্য ফোরাম – লন্ডন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার ১ আসন ১৫৭ (কলমাকান্দা ও দূর্গাপুর) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব ব্যারিস্টার শাহ্ মোহসীন্, সাবেক – সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর জনাব জুলহাস মন্ডল সাকী. সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটার থানা যুব মহিলা লীগ এর আহ্ববায়ক জনাবা শিরিন সুলতানা শান্তা, মাদারীপুর জেলা কে. আই হাসপাতাল এর চেয়ারম্যান জনাব কবির হোসেন হাওলাদার।
বক্তরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭১ এর সকল যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এছাড়া সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভির জেলা/ উপজেলা প্রতিনিধিগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভাবনার কথা জানান।
পরে সময়ের আয়োজন পত্রিকা ও সৃজন বাংলা ৫২ টিভির প্রকাশক ও সম্পাদক জনাব আল আমিন সোহাগ এর পরিচালনায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংবাদিক কর্মীরা স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক এ আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেন।
Leave a Reply