1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

পবিত্র শবে বরাত উপলক্ষে সৃজন বাংলা ৫২ টিভি চেয়ারম্যান আল আমিন সোহাগের বাণী

সৃজন বাংলা ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৯ Time View

পবিত্র শবে বরাত উপলক্ষে, সাপ্তাহিক সময়ের আয়োজন পত্রিকা, সৃজন বাংলা ৫২ টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফা্উন্ডেশন – প্রচার সম্পাদক -ঢাকা বিভাগ.আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম -লন্ডন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জনদল (বিজেডি)-কেন্দ্রীয় প্রচার সম্পাদক, জনাব মোঃ আল আমিন সোহাগ বাণী দিয়েছেন ।

বাণীতে জনাব মোঃ আল আমিন সোহাগ বলেন, মহান আল্লাহ্তায়ালা তাঁর বান্দাদের জন্য কয়েকটি রাতকে বিশেষভাবে বরকতময় করে দিয়েছেন। শব-ই-বরাত সেগুলোর অন্যতম। শব-ই-বরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় রজনী। মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বার্তা নিয়ে লায়লাতুল বরাত প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে সমাগত।মাননীয় প্রধানমন্ত্রী সকল কে ঘরে ঘরে ইবাদত বন্দেগীর করার পরামর্শ দেন। স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে একাগ্রচিত্তে এবাদত বন্দেগির মাধ্যমে শব-ই-বরাত পালনের বিনীত আহ্বান জানিয়ে সবার কল্যাণময় জীবন কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD