গুলিস্তানের সিদ্দিকবাজারে মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন ১৭ জন। ভবনটিতে ছিল ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা। বিস্ফোরণে ব্যাংকের সাত কর্মী আহত হয়েছেন বলে ব্যাংকটির একজন ঊর্দ্ধতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। একই সঙ্গে ওই শাখার গ্রাহকদের নবাবপুর শাখা থেকে সেবা নেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন বিভাগের একজন কর্মকর্তা জানান, বিস্ফোরিত ভবনটিতে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা, সঙ্গে একটি এসএমই ইউনিট ছিল। বিস্ফোরণে শাখার জানালার কাচ ভেঙে গেছে। শাখায় মোট ৫০ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে সাতজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ব্যাংকটির অপর এক কর্মকর্তা জানান, শাখাটিতে প্রতিদিন প্রায় ৭ হাজার গ্রাহক সেবা নিতে আসেন। তবে ব্যাংকিং সময় শেষ হওয়ায় বিস্ফোরণের সময় কোনো গ্রাহক ছিলেন না। শাখাটিতে সেবা দেওয়া সম্ভব হবে না, হয়তো অন্যত্র সরিয়ে নিতে হবে। এখানকার গ্রাহকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্র্যাক ব্যাংকের নবাবপুর শাখায় সেবা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
বিস্ফোরণে আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সৃজন বাংলা ৫২ কে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি থাকা দুটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
Leave a Reply