পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ১২টি যানবাহনকে ১৭ হাজার ৩০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। একই সঙ্গে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার আদাবর, বসিলা, ভাটারা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান চলে।
এরমধ্যে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে আদাবর এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১৫ হাজার টাকা, বসিলা এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে এক লাখ ১০ হাজার টাকা এবং খিলগাঁওয়ে একটি প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এছাড়া ভাটারা এলাকায় হর্ন দিয়ে শব্দদূষণের দায়ে দুটি যান থেকে ৮০০ টাকা এবং কালো ধোঁয়ায় বায়ুদূষণের দায়ে ১০টি যানবাহনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply