টঙ্গীতে তুরাগতীরে তাবলিগ জামাতের বৈশ্বিক আয়োজন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন ছিল আজ। শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ইজতেমার ময়দান।
শুক্রবার জুমার দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ভিড় জমান ইজতেমার ময়দানে। ময়দানে জায়গা সংকুলন না হওয়ায় রাস্তায় নামাজ আদায় করেন আগতদের অনেকে। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন ইজতেমায় আগত মুসল্লি ছাড়াও আশপাশের মানুষ।
আরেক মুসল্লি আসলাম বলেন, এবার মুসল্লিদের চাপ অনেক বেশি। একসঙ্গে এত বেশি মানুষ হওয়ায় অনেককে জায়গা দেওয়া সম্ভব হয়নি। আগত মুসল্লিদের অনেকে রাস্তায় দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। আমরা চাই আরও বড় পরিসরে ইজতেমা আয়োজন করা হোক, যাতে করে সবাইকে নামাজ আদায়ের জায়গা দেওয়া যায়। এ বিশাল জমায়েতে সবাই যেন অংশ নিতে পারেন।
এদিকে বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আয়োজক সূত্র জানায়, উর্দুতে আম বয়ান শুরু হয়। এ বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হয়। বাদ জুমা বয়ান করছেন মাওলানা ইসমাইল গুদর, বাদ আসর মাওলানা জুবায়ের আহমদ ও বাদ মাগরিব মাওলানা আহমদ লাট বয়ান করবেন।
এসব বয়ানের বাংলা অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।
২০২৩ সালের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব হবে ২০ থেকে ২২ জানুয়ারি।
Leave a Reply