চলে গেলো আরও একটি বছর। শুরু হলো নতুন বছর ২০২৩ সালের যাত্রা। রাত ১২টা বাজার সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৩ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী। আতশবাজির ঝলকে রঙ্গিন হয়ে উঠেছিল ঢাকার আকাশ। পাশাপাশি পটকার শব্দে প্রকম্পিত হয়েছে বিভিন্ন এলাকা। অথচ নিষেধাজ্ঞা ছিল এসব আয়োজনে। এমনকি নিষেধাজ্ঞার আওতায় ছিল মানুষের বাসা-বাড়ির ছাদও। সব নিষেধাজ্ঞা ভেঙে এবারও নববর্ষ উদযাপনে ছিল এসব সবকিছুই।
রোববার (১ জানুয়ারি) প্রথম প্রহরেই রাজধানীর প্রায় সব এলাকায় এমন চিত্র দেখা গেছে।
Leave a Reply