আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে মেম্বার পদপ্রার্থী আল মাহমুদ এরশাদ (সাকিব)। টিউবওয়েল মার্কা নিয়ে তিনি মেম্বার পদপ্রার্থী হয়েছেন।
২নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীরা জানান, সাকিব একজন তরুণ প্রজন্মের মধ্যে সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি।
এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। আমরা আগামী ইউপি নির্বাচনে ৬নং চরভৈরবী ইউনিয়নে ৮নং ওয়ার্ডে উন্নয়নের রুপকার হিসেবে তাকে বিজয়ী করে মেম্বার হিসেবে দেখতে চাই।
মেম্বার পদপ্রার্থী আল মাহমুদ এরশাদ (সাকিব) বলেন, আমি ৮নং ওয়র্ডের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নেমেছি। ৬ নং চরভৈরবী ইউনিয়নের ৮নং ওয়ার্ড কে একটি মডেল ওয়ার্ড হিসেবে পরিণত করা আমার লক্ষ্য।
আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে,সকলেই আমাকে পূর্ণ সমর্থন দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ করে দিবেন। আমি সবার দোয়া প্রত্যাশী।
৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আল মাহমুদ এরশাদ (সাকিব) ওয়ার্ড বাসীর কাছে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন।
এস বি /এস এম পারভেজ
Leave a Reply