দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিপর্যয় চলছে বলে দাবি করছে বিএনপি। এ বিষয়ে দলটি সংবাদ সম্মেলন ডেকেছে।
শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি বলছে, সরকারের দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপর্যয় দেখা দিয়েছে। ফলে জনজীবনে চরম অস্বস্তি সৃষ্টি হয়েছে। এছাড়া কৃষি, শিল্প ও পরিবহনখাতে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মুদ্রাস্ফীতি।
এসবি/ শাকিল
Leave a Reply