শ্রীধরন শ্রীরামকে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ। শ্রীধরনের অস্ট্রেলিয়ায় কাজ করার অভিজ্ঞতা আছে। টি-টোয়েন্টিতে কাজ করেছে আইপিএলেও।
সবমিলিয়ে বিসিবির পছন্দকে ভুল বলার উপায় নেই। কিন্তু এই শ্রীরামকে কি শুধু এই বিশ্বকাপের জন্য নাকি পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রেখে এনেছে বিসিবি?
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একবার বলেছেন, এই বিশ্বকাপ নয়, তাদের লক্ষ্য পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে শ্রীরামকে হয়তো সময় দেওয়ার পথেই হাঁটবে বিসিবি।
কিন্তু শ্রীরাম কী চান? তিনি কি চুক্তির মেয়াদ বাড়াবেন? যদি প্রস্তাব দেওয়া হয়, তবে কি গ্রহণ করবেন? এমন প্রশ্নে কৌশলী উত্তর দিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট। বললেন, ‘বিশ্বকাপটা শেষ করি আগে।’
দলের সবাই তাকে দারুণভাবে গ্রহণ করেছে, মানিয়ে নিতে কষ্ট হয়নি জানিয়ে শ্রীরাম বলেন, ‘ছেলেরা আমাকে খোলা মনে অভিনন্দন জানিয়েছে। তারা খুবই ভালোভাবে নিয়েছে। আমি খুবই কৃতজ্ঞ যে ছেলেরা আমাকে এভাবে গ্রহণ করেছে। আমার মনে হয়, তারা অনেক কিছু শিখেছে, আমিও অনেক শিখেছি। এটা দারুণ একটা যাত্রা।’
Leave a Reply