ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে আরাফ নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আরাফ সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সেওতা গ্রামের শাহ বারেক হাওলাদারের ছেলে।
স্বজনরা জানান, কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল শিশু আরাফ। বিকেলে সবার অগোচরে সে বাড়ির পাশে খালে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশে খালে তাকে ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply