রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক সাইমন হত্যার ঘটনায় ছিনতাইকারী ইকবাল ও সুজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (১৪) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তী তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এসময় তারা স্বেচ্ছায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসীমের আদালত আসামি মো. ইউসুফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সন্ধ্যায় মিরপুর ১ নম্বর থেকে বাসায় ফেরার পথে সাইমন ও তার বন্ধু রাব্বি ছিনতাইকারীর কবলে পড়েন। তিন ছিনতাইকারী তাদের দুজনকে বলে, সাইমন তাদের বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছেন। ছবি মিলিয়ে দেখার কথা বলে ছিনতাইকারীরা সায়মন ও হৃদয়কে রিকশায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায়।
সাইমনকে একটু দূরে নিয়ে গিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীরা সাইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাহজাহান শেখ দারুস সালাম থানা মামলা করেন। মামলার পর রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও এক হাজার টাকা জব্দ করা হয়।
জানা গেছে, দুইমাস আগে বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে গার্মেন্টসের চাকরি করার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসেন সাইমন। চাচার সঙ্গে মিরপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ শুরু করেন। ঘটনার দিন প্রথম মাসের বেতনের টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করতে সনি সিনেমা হল এলাকায় যান। তার সঙ্গে ছিলেন রাব্বি ও হৃদয়।
Leave a Reply