1. admin@srejonbangla52tv.com : Srejon Bangla 52 tv :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:০৫ অপরাহ্ন

জন্মদিনে শ্রদ্ধা ভালবাসায় সিক্ত সম্পাদক আল আসিন সোহাগ

সৃজন বাংলা ডেস্ক :
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা খিলগাঁও প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি ও সময়ের আয়োজন পত্রিকা এবং সৃজন বাংলা ৫২ টিভির সম্পাদক আল আমিন সোহাগ এর আজ ২৭ তম শুভ জন্মদিন। ১৯৯৫ সালের ২৮ সেপ্টেম্বর আজকের দিনে নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানার আদমজী নগরে মাতা ফাতেমা বেগম ও বাবা মোঃ নূরুল্লা ঘরে জন্ম হয় তার।

জন্মদিনে সাংবাদিক ও সম্পাদক আল আমিন সোহাগ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহকে। যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হবার তৌফিক দিয়েছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ! বিনয়ের সাথে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার মা ও বাবা কে।

২৮ সেপ্টেম্বর রাত ১২টা বাজার পর থেকেই প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসক, প্রোকৌশলী, শিক্ষক সুধিজন, সাংবাদিক, বড় ভাই-বোন, সহকর্মী, সহপাঠী, আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী, ছোট ভাই-বোন ও প্রাণ প্রিয় বন্ধুরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুভাকাঙ্ক্ষীগণ সরাসরি, মুঠোফোনে, ফেসবুক, মেসেঞ্জার, টেক্সট, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন মাধ্যমে যারা আমার মতো অতি ক্ষুদ্র মানুষকে জন্মদিনের ও শুভেচ্ছা জানিয়েছেন। সকলের বার্তা দেখার চেষ্টা করেছি, ধন্যবাদ জানিয়েছি এরপরও অনেকের সাথে হয়তো রিপ্লাই দিতে পারিনি তাই সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে কাছেও তেমনই।

সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া ও আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ পৃথিবীর আলো দেখতে পারছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি অতিক্ষুদ্র মানুষ আমার কর্মের মাধ্যমে যেন ভাল কিছু করতে পারি। একজন কলম সৈনিক হিসেবে দেশের সেবা করতে পারি।

জীবন থেকে কমে গেল আরও একটি বছর আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক বিচিত্র এই জীবনে বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© srejonbangla52tv.com 2022 All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD