সিরাজগঞ্জের এনায়েতপুরে জাল নোটসহ চার কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থাকে বেশ কিছু জাল নোট উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান।
ওসি আনিছুর রহমান জানান, চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানা সদর এলাকা থেকে গোপন সংবাদেরভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আব্দুস সামাদ খানের ছেলে নজরুল ইসলাম (৩৫), কুড়িগ্রাম জেলার পাইকানদারি পাড়া গ্রামের শারাফাত আলীর ছেলে নাজির (২৭), কিশোরগঞ্জ জেলার হাতরা পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে বাদল (২৬) ও একই জেলার চারিতলা পশ্চিম পাড়া গ্রামের শামছুল হকের ছেলে মাসুদ (২৮)।
পুলিশ জানায়, আটকের সময় তাদর নিকট থেকে এক হাজার টাকার ৫৫টি ও পাঁচশ টাকার ৩০টি জাল নোট জব্দ করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এছাড়া জাল নোটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসবি/নাজির আহমেদ
Leave a Reply