রাজনীতিতে ভালো কিছু পেতে হলে নেতাদের তাঁবেদারি নয় জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, আজকাল অনেককে দেখা যায় নেতার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে। তাদের তাঁবেদারি করতে। দেখলে মনে হয় যেন, নেতাদের মনোরঞ্জন করাই তাদের রাজনীতি। তারা মনে করে নেতাদের সন্তুষ্ট রাখতে পারলেই পদ-পদবি, সুযোগ-সুবিধা সব অর্জন করা যাবে। তবে সবার প্রতি সম্মান রেখে বলছি, এসব করে কখনো কিছু পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও পাওয়া যাবে না।
রোববার (২৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের চকবাজার গুলজার মোড়স্থ একটি সেবা কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, রাজনীতিতে কিছু পেতে হলে জনগণের কাছে যান। তাদের বিপদে পাশে দাঁড়ান। তাদের সেবায় আত্মনিয়োগ করুন। জনগণের আস্থা অর্জন করতে পারলে, ভালোবাসা অর্জন করতে পারলে পদ-পদবি, সুযোগ-সুবিধা চলে আসবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকে এই মন্ত্রকে বুকে ধারণ করে এগিয়ে চলেছেন। তাই তিনি খোকা থেকে হয়ে উঠেছিলেন বাঙালি জাতির বাতিঘর।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রঞ্জু, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা মো ইসা, থানা আওয়ামী লীগ নেতা তাসফিকুল আলম খান হাফেজ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নোমান চৌধুরীসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply